কেনাকাটা করুন স্মার্টওয়াচে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১১:৪১

বাজারে এলো যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গার্মিনের নতুন একটি স্মার্টওয়াচ। এটাকে বলা হচ্ছে গার্মিন ভিভোটেক থ্রি। ডিভাইসটি যুক্তরাষ্ট্র, ইউরোপ ছাড়াও এশিয়ায় পাওয়া যাচ্ছে। প্রতিবেশি দেশ ভারতের বাজারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। মূল্য ২৪ হাজার ৯৯০ রুপি।

গার্মিন ভিভোটেক থ্রি সর্বপ্রথম প্রদর্শন করা হয় আইএফএ ২০১৭ তে। কালো ও সাদা রঙে ওয়াচটি পাওয়া যাবে।

ওয়াচটিতে গার্মিন পে অ্যাপ বিল্টইন রয়েছে। এটি গার্মিনের জনপ্রিয় ওয়ারলেস পেমেন্ট প্লাটফর্ম। এই অ্যাপের সহায়তায় ক্রেডিট, ডেবিট ও মাস্টারকার্ডধারীরা ওয়াচের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে স্মার্টওয়াচ দিয়েই আপনার যাবতীয় কেনাকাটা সারতে পারনবেন।

স্মার্টওয়াচটিতে আছে ১.২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০*২৪০ পিক্সেল। গার্মিন দাবি করছে তাদের নতুন ওয়াচটি পানিরোধী। ৫ মিটার গভীর পানিতেও এটি সচল থাকবে।

ডিভাইসটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। যার ফলে জিপিএস মোডে ১৩ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও স্মার্টওয়াচ মোডে ৭ দিন একটানা সচল থাকবে।

এটি আপনার অ্যাকটিভিটি ট্রাক করবে। বিগত দুই সপ্তাহের অ্যাকটিভিটি সংরক্ষণ করে রাখবে। এর সাহায্যে হাঁটাচলা, ঘুমানো কিংবা ক্যালোরি কাউন্ট করা যাবে।

যেকোনো আইওএস কিংবা অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে ওয়াচটি কানেক্ট করা যাবে।

গার্মিন ভিভোটেক থ্রিতে সোয়াইপ কন্ট্রোল ফিচার রয়েছে। যার ফলে এর ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন অ্যাপ স্ক্রল করতে পারবেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :