কাশ্মিরি যুবকদের বিরুদ্ধে করা ৪৫০০ মামলা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১২:০৭

ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রতিনিধি দীনেশ্বর শর্মার পরামর্শে এই প্রথমবার কাশ্মিরি যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া সাড়ে ৪ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। উপত্যকায় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় এই মামলাগুলি দায়ের হয়েছিল।

সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখানো কাশ্মিরি তরুণরা যদি মূলস্রোতে ফিরতে চায়, তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করবে কেন্দ্র। যদি না বড় কোনও হিংসাত্মক ঘটনার অভিযোগ থাকে। সরকারি একটি সূত্র জানাচ্ছে, কাশ্মিরিদের মন পেতেই এই পদক্ষেপ।

চলতি নভেম্বরের গোড়াতেই কেন্দ্রের প্রতিনিধিত্ব করতে কাশ্মিরে গিয়েছিলেন শর্মা। সেসময় ব্যক্তিগতভাবে অনেকেই তার কাছে মামলা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। ফিরে এসে কেন্দ্রের কাছে তিনি রিপোর্ট জমা দেয়ার পরেই এই সিদ্ধান্ত হয়।

গত জুলাইয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি। কাশ্মিরি এই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সেসময় উত্তাল হয়ে ওঠে কাশ্মির।

নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে মুহুর্মুহু পাথর ছোড়া হয়। কড়া হাতে বিশৃঙ্খলা সামলাতে সবমিলিয়ে সাড়ে ১১ হাজারের মতো মামলা দায়ের হয়েছিল। সেই সাড়ে ১১ হাজারের মধ্যে থেকেই সাড়ে ৪ হাজার মামলা প্রত্যাহার করা হচ্ছে।

যদিও দীনেশ্বর শর্মা এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। ঘুরিয়ে তিনি বলেন, কাশ্মিরে শান্তি বজায় রাখতে ছাত্র-যুবাদের সমর্থন দরকার রয়েছে।

সরকারি ওই সূত্র জানিয়েছে, সাড়ে ৪ হাজার মামলা প্রত্যাহারে কাশ্মিরে কী প্রতিক্রিয়া হয়, তা দেখা হবে। সেইমতো বাকি মামলাগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :