ফুলস্ক্রিন ডিসপ্লের আট ফোন আনছে জিওনি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৩:১৯

ফুল স্ক্রিন ডিসপ্লে বা বেজেললেস ডিসপ্লের ফোনের কাটতে এখন সর্বাধিক। তাই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফুল ভিউ ডিসপ্লে তৈরিতে ব্যস্ত। চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনিও চাইছে গ্রাহকদের হাতে ন্যারো বেজেলের ফোন তুলে দিতে। এজন্য প্রতিষ্ঠানটি আটটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। যে ফোনগুলোতে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে। এর মধ্যে জিওনি এফ সিক্স এবং জিওনি এফ২০৫ হাইএন্ড সিরিজের ফোন।

সম্প্রতি অফিশিয়ালি এই ফ্লাগশিপ ফোন দুইটির টিজার প্রকাশ পেয়েছে। প্রকাশিত টিজারের তথ্য মতে, এই দুটি ফোন ছাড়াও আরও ছয়টি ফোন একই সঙ্গে অবমুক্ত করছে। এর মধ্যে জিওনি এফ সিক্স এবং জিওনি এফ২০৫ ফ্লাগশিপ ফোন। এসব ফোন বাজারে আসবে ২৬ নভেম্বর।

এদিকে জিওনি এফ২০৫ বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১৪৪০ পিক্সেল। এতে ১.৫ গিগাহার্জের কোয়াডকোর মিডিয়াটেক প্রসেসর এবং পাওয়ার ভিআর রোগ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।

ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে অ্যামিগো ইউআই লেয়ার।

২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ফোরজি কানেকটিভিটি রয়েছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :