বোলিংয়ে এগিয়ে দেশিরা, ব্যাটিংয়ে বিদেশিরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৪:২২ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৪:১৪

সিলেটে-ঢাকা মাতিয়ে এবার বন্দর নগরী চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সে জন্য ২২ এবং ২৩ নভেম্বর বিপিএলের কোনো খেলা মাঠে গড়াবে না। ২৪ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল তৃতীয় পর্ব।

বিপিএলের দুই পর্ব শেষে উইকেট শিকারে এগিয়ে আছে দেশি বোলাররা। তবে রান সংগ্রহের ক্ষেত্রে দেশিদের চেয়ে উজ্জ্বল বিদেশিরা। ১২ উইকেট নিয়ে অদ্যাবধি সেরা উইকেট টেকার খুলনা টাইটানসের আবু জায়েদ। শীর্ষ পাঁচে তিনজন দেশি আর দুইজন বিদেশি বোলার। সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় একে আছেন ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস।

সেরা পাঁচ বোলার

১. আবু জায়েদ (খুলনা টাইটানস)-১২ উইকেট

২. শহিদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস)-১১ উইকেট

৩. আবু হায়দার (ঢাকা ডায়নামাইটস)-১১ উইকেট

৪. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)-১০ উইকেট

৫. সুনীল নারাইন (ঢাকা ডায়নামাইটস)-৮ উইকেট

সেরা পাঁচ ব্যাটসম্যান

১. এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস)-২৩৯ রান

২. রবি বোপারা (রংপুর রাইডার্স)-২১৯ রান

৩. উপুল থারাঙ্গা (সিলেট সিক্সার্স)-২০৭ রান

৪. ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ানস)-২০১ রান

৫. মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটানস)-১৮৯ রান।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :