মির্জাপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৫:৩০

টাঙ্গাইলের মির্জাপুরে রোজি আক্তার (৩৩ ) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

রোজির স্বামীর নাম মুকছেদ আলী। বুধবার সকালে মির্জাপুর থানা পুলিশ স্বামীর বাড়ি পাকুল্যা থেকে রোজির মরদেহ উদ্ধার করে।

রোজির স্বামী মুকছেদ আলী ও শাশুড়ি হাফিজা খাতুনকে আটক করেছে পুলিশ।

রোজির পরিবারের লোকজন জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে এ উপজেলার বলটিয়া গ্রামের রজব আলীর মেয়ে রোজির সঙ্গে মুকছেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোজির ওপর নানাভাবে নির্যাতন শুরু করেন তার স্বামী। রোজির দরিদ্র পরিবার যৌতুকের দাবি পূরণে অপারগ হলে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এক পর্যায়ে মঙ্গলবার রাতে রোজিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রোজির ভাই রাজিব খান অভিযোগ করেন।

মুকছেদ ইতিপূর্বে আরও দুটি বিয়ে করেছেন বলে জানিয়েছে এলাকাবাসী। তা গোপন রেখে প্রতারণার মাধ্যমে রোজিকে বিয়ে করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ এবং দুই কান থেকে রক্ত বের হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :