‘রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৬:২৫

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশন আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে। তাই সেনা মোতায়েনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ‘এখনো অনেক সময় বাকি। তাই এ ব্যাপারে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

ভোটার আইডি কার্ড সংশোধনে সাধারণ মানুষের ভোগান্তির ব্যাপারে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোগান্তি ছাড়াই যাতে উপজেলা পর্যায় থেকে জাতীয় পরিচয়পত্র যাতে সংশোধন করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

এর আগে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের হাতে স্মার্ট কার্ড তুলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনের এই সদস্য।অ

স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ ডা. এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর থেকে সাভার পৌর এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :