নানা আয়োজনে ইবির ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৬:৪৩

ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টা থেকে নানা কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে কর্মসূচির অংশ হিসেবে প্রশাসন ভবনের সামনে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় সমবেত হয়।

এ সময় ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ.স.ম শোয়ায়েব আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শাহিনুর রহমান বলেন,‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হয় শিক্ষার্থীদের জন্য। বর্তমান প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সাথে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে। তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনের জন্য বদ্ধপরিকর বর্তমান প্রশাসন। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বিশ্ববিদ্যালয় একদিন শিক্ষা দিক্ষায় উন্নত হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আত্মা এবং শরীরের সুসমন্বিত বিকাশই হচ্ছে উচ্চ শিক্ষার মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে। গুহাবাসী মানুষের ইতিহাস থেকে চন্দ্রগামী মানুষের দীর্ঘ অভিযাত্রায় সবচাইতে বেশী অবদান রেখেছে বিশ্ববিদ্যালয়গুলো।’

তিনি আরো বলেন,‘বঙ্গোপসাগরে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। গবেষণার মধ্যে দিয়ে আমরা সম্পদগুলো পেতে পারি। গবেষণা নির্ভর ওর্য়াল্ড কøাস বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এ বিভাগ গুলোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বিস্তার হবে।’

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :