‘ব্লু-ইকোনোমির সম্ভাবনা আমরাও কাজে লাগাতে পারবো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৬:৪৯

সমুদ্রসম্পদ নির্ভর ব্লু-ইকোনোমির সম্ভাবনা কাজে লাগিয়ে ২০৩০ সাল নাগাদ এই খাত থেকে অর্থনীতিতে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, ‘ব্লু-ইকোনোমি দেশের অর্থনীতির একটি অসাধারণ ক্ষেত্র সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ এই ব্লু-ইকোনমি কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধশালী করছে। তারা পারলে আমরা কেন পারব না? তাদের মতো আমাদেরও পারতে হবে। তবে সেটা করার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এ খাতের বহুমাত্রিক ব্যবহার আনা প্রয়োজন।’

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় ব্লু-ইকনোমি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘সমুদ্রসম্পদ আহরণের পদ্ধতি যেমন জানতে হবে তেমনি ব্লু-ইকনোমি খাতে উন্নয়ন করতে উপকূলীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বিপুল সম্পদ আহরণে সময় ক্ষেপণ না করে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক ইউনিট-এর সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ, নৌ-পরিবহন, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শীর্ষ কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মার্চ মিয়ানমারের কাছ থেকে এক লাখ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটার এবং ২০১৪ সালের ৮ জুলাই ভারতের কাছ থেকে পায় ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার। শেষ পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে পেরেছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :