নারায়ণগঞ্জে ডাবল মার্ডার: ৬ আসামি ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:০৭ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৯:০৫

নারায়ণগঞ্জে ডাবল মার্ডারের ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ আসামিকে ৩ দিন করে রিমান্ডে নিয়েছে পুুলিশ।

বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

এদের মধ্যে বুধবার ভোরে মো. তৌফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আগের দিন মঙ্গলবার এজাহারভুক্ত আসামি কিরণসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- এজাহারভুক্ত আসামি কামরুল হাসান কিরণ, তৌফিকুল ইসলাম, আলাল হোসেন, জালাল, মনির ও বরিশাইল¬া ইমরান। তাদের সবার বাসা নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায়।

মামলার তদন্তকারী অফিসার ডিবি পুলিশের এসআই মাসুদ রানা জানান, আদালত গ্রেপ্তারকৃত ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১২ অক্টোবর রাতে ফতুল্লার কাশীপুরের হোসাইনি নগর এলাকাতে একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজ আহমেদ নামে দুইজনকে হত্যা করা হয়। পরে নিহতদের পরিবার মামলা না করায় ১৪ অক্টোবর ফতু¬ল্লা মডেল থানা পুলিশের এসআই মোজাহারুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :