রোহিঙ্গাদের ফেরাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৯:০৬
ফাইল ছবি

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে দ্রুত ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাদ বলেছেন, মিয়ানমার জুলুম করে সে দেশের আরাকানের (রাখাইন রাজ্য) রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে বিতাড়িত করেছে।

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বিতাড়নকে বর্বরতা ও নৃশংসতা হিসেবে উল্লেখ করে রিসেপ আকদাদ রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা ও নিজ দেশে ফিরিয়ে নিতে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী ২১ নভেম্বর আংকারা সফরত বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম-এর সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার কার্যালয়ে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও কার্যকরভাবে বৃদ্ধির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে এক নজিরবিহীন মানবিকতা দেখিয়েছে বলে তিনি বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) এসময় বলেন, নিতান্ত মানবিক কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা এখন বাংলাদেশে এক নিদারুণ আর্থিক, সামাজিক ও শৃঙ্খলাগত সমস্যার সৃষ্টি করেছে। এদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, স্যানিটেশন, পানীয়জল ও জ্বালানির জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’

মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন এবং রোহিঙ্গা সমস্যার শুরু থেকে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দেয়ায় তিনি তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :