মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১৯:৫৭

সশস্ত্র বাহিনী দিবস ২০১৭ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নগরীর তেজগাঁওয়ে বিএএফ ফ্যালকন হলে বুধবার মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারিদের সংবর্ধনা দিয়েছেন।

এছাড়া এসময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত এক গুরুত্বপূর্ণ অভিযান ‘কিলোফ্লাইট’ এর অসামরিক বৈমানিকদেরকেও সংবর্ধনা প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বিমান বাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারিদের সাথে কুশল বিনিময় করেন ও উপহার সামগ্রী প্রদান করেন। মোট ২৮ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারিকে সংবর্ধনা দেয়া হয়।

যাদেরকে বিমান বাহিনী প্রধান সংবর্ধনা দেন তাদের মধ্যে আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম (অব.); সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন, বীর প্রতীক (অব.); সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম (অব.); গ্রুপ ক্যাপ্টেন সামছুল আলম, বীরউত্তম (অব.); স্কোয়াড্রন লিডার বদরুল আলম, বীরউত্তম (অব.) প্রমুখ।

তাছাড়া, এসময় বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানকেও সংবর্ধনা দেয়া হয়। অন্যদিকে ‘কিলো ফ্লাইট’ অভিযানের বেসামরিক মুক্তিযোদ্ধা (পিআইএ-র তৎকালীন পাইলট) ক্যাপ্টেন আকরাম আহমেদ, বীরউত্তম; ক্যাপ্টেন কাজী আলমগীর সাত্তার, বীরপ্রতীক ও ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীরউত্তম-কেও সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত ভাষণে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কথা জাতি কখনো ভুলবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ঊর্ধ্বতন বিএএফ অফিসাররা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :