ময়মনসিংহে দুই সিএনজি কনভার্সন ওয়ার্কশপকে জরিমানা

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ২১:৩৬

ময়মনসিংহে শহরের দুটি সিএনজি কনভার্সন ওয়ার্কশকে ৯০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার দুপুরে শহরের দিগারকান্দা এলাকায় বাদল সিএনজি ইঞ্জিনিয়ারিং ও মোমেনশাহী সিএনজি ওয়ার্কশপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম। এসময় প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে ৯০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, সিএনজি কনভার্সন ওয়ার্কশপগুলোতে গুণগতমান, বৈধ কাগজপত্র ও অভিযুক্ত মেকানিকদের খোঁজে এই অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, সিএনজি সিলিন্ডারের মান নিয়ন্ত্রণ, সিএনজি যন্ত্রপাতির ফিটনেস প্রভৃতির নিয়ন্ত্রণ না থাকলে সড়ক ও আবাসিক বাণিজ্যিক এলাকা নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজন্যই এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমডি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :