নওগাঁ সদর উপজেলায় ভূমি কর আদায়ে ব্যতিক্রমী পদক্ষেপ

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৭, ২১:৩৮

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

ভূমি উন্নয়ন কর আদায়ে বেশকিছু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস। পদক্ষেপগুলো বাস্তবায়নে আগামী ডিসেম্বর মাসকে ভূমি উন্নয়ন কর প্রদান মাস ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা।

বুধবার বিকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা জানিয়েছেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম। উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা হয়।

সভায় জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা  নিয়ে কাজ শুরু করা হয়েছে। ভূমি মালিককে উন্নয়ন কর প্রদানে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ জন্য স্থানীয় হাট-বাজারসহ এলাকাজুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চলছে। স্থানীয় কমিউনিটি রেডিওসহ গণমাধ্যমের মাধ্যমেও চলছে প্রচারণা।

তিনি আরো জানান, ডিসেম্বর মাসে উন্নয়ন কর প্রদানকারীকে একটি করে কূপন প্রদান করা হবে। মাস শেষে লটারির মাধ্যমে ১০ জন কর প্রদানকারীকে দেয়া হবে সম্মাননা স্মারক। গত অর্থ বছর এক কোটি ২৫ লাখ টাকা কর প্রদান করেন ভূমি মালিকরা। এবার দুই কোটি টাকা আদায়ের টার্গেট নির্ধারণ করা হয়েছে।

ভূমি উন্নয়ন কর আদায়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহবান জানান সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এলএ)