নবীনগরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ২২:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সুহাতা গ্রামের কানাইবাড়ি মোড় সংলগ্ন একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নবীনগর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কানাই বাড়ি মোড় সংলগ্ন একটি কৃষি জমিতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থারীয়রা। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহ গলে যাওয়ায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তে জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :