বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ২২:৪৩

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন- সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন,৭ মার্চের ভাষণ যেন ঐশী বানীর মত। সম্পূর্ণ অলিখিত এই ভাষণটিতে স্বাধীনতা সংগ্রামের পটভূমি বর্ণনা করা হয়েছে। ভাষণটি বারবার শুনলেও মনে হয়- আবার শুনি। ইউনেস্কোর স্বীকৃতির কারণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে আজ অনেক উচ্চতায় নিয়ে গেছে।

এর আগে উপাচার্য এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :