বরফের মাঠে টি-টোয়েন্টিতে মুখোমুখি সেহবাগ-শোয়েব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১০:১৭

আবার মুখোমুখি লড়াইয়ে ভারত ও পাকিস্তানের দুই সাবেক ক্রিকেট তারকা বীরেন্দ্র সেহবাগ ও শোয়েব আখতার। তবে এবার ক্রিকেট মাঠের বদলে তাঁরা খেলবেন সুইজারল্যান্ডের সেন্ট মরিৎজ হ্রদের উপর। শীতকালে সুইস আল্পসের পাদদেশে এই হ্রদের জল জমে বরফ হয়ে যায়। তার উপরেই আগামী বছরের ৮ ও ৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ হবে। সেহবাগ ও শোয়েব ছাড়াও খেলবেন মোহাম্মদ কাইফ, মাহেলা জয়বর্ধনে, লসিথ মালিঙ্গা, মাইকেল হাসি, গ্রেম স্মিথ, জ্যাক কালিস, ড্যানিয়েল ভেত্তোরি, নাথান ম্যাকালাম, গ্র্যান্ট ইলিয়ট, মন্টি পানেসর ও ওয়েইশ শাহ।

১৯৯৮ সাল থেকেই সেন্ট মরিৎজ হ্রদের উপর ক্রিকেট খেলা হচ্ছে। তবে এবারই প্রথম এতজন তারকা একসঙ্গে খেলবেন। এই ম্যাচ প্রসঙ্গে সেহবাগ বলেছেন, ‘আমি সুইজারল্যান্ডে বরফে খেলার কথা কখনও ভাবিনি। কিন্তু এবার সেটা হতে চলেছে। আমি এই অবিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। তাই হ্যাঁ বলার জন্য দু’মিনিট সময় নিয়েছি। সিরিয়াস ক্রিকেট না হলেও, বরফের উপর খেলা কঠিন হবে।’

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :