মাঝপথে দল পাল্টাতে পারবেন সাকিব-মুস্তাফিজরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১১:২৭

আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় নেওয়ার নিয়মে পরিবর্তন ঘটতে পারে। টুর্নামেন্টের মধ্যেই এক ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা। অর্থাৎ ফুটবলের মতো মিড-টুর্নামেন্ট ট্রান্সফারের নিয়ম চালু হতে পারে বাইশ গজের লড়াইয়েও।

এ নিয়মে কোনও ক্রিকেটার যদি মৌসুমে প্রথম সাতটি ম্যাচে প্রথম একাদশে জায়গা না পান তাহলে টুর্নামেন্ট চলাকালীনই ইচ্ছা হলে অন্য দল তাঁকে ডেকে নিতে পারবে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে আইপিএল গভর্নিং কাউন্সিলের উপর।

অনেক সময়ই এমন হয়ে থাকে যে, একটি গোটা মৌসুমে প্রথম এগারোয় খেলার সুযোগই হয় না দু-একজন ক্রিকেটারের। ডাগআউটে বসেই কাটিয়ে দিতে হয়। ফলে প্রস্তাবিত অর্থ পেলেও পারফর্ম করা হয় না। নিলামে মোটা অঙ্ক খরচ করে কিনেও বিভিন্ন কারণে শেষমেশ সেই ক্রিকেটারকে খেলার জায়গা করে দিতে পারে না ফ্র্যাঞ্চাইজিও। সেক্ষেত্রে এমন নিয়ম চালু হলে ক্রিকেটার ও দল উভয়ই লাভবান হতে পারে।

আইপিএলে বাংলাদেশ থেকে কেবল সাকিব ও মুসাতাফিজই খেলে থাকেন। গত আসরে একরকম বেঞ্চে বসে সময় কাটতে হয়েছিল মুস্তাফিজকে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :