হাটহাজারীতে অবৈধ ভাবে ছরা ভরাটের অভিযোগ

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ১১:২৯

মোহাম্মদ হোসেন, হাটহাজারী, ঢাকাটাইমস

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া একটি ছরা  অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে। যার কারণে ছরাটি অস্তিত্ব সংকটে পড়ে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়েছে। কৃষি জমি চাষ করা দুসাধ্য হয়ে পড়েছে। ছরাটি এভাবে অবৈধ দখলে চলে গেলে আশপাশের কৃষিজমি ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে এলাকবাসী।

এলাকাবাসী ও চাষীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, চারিয়া এলাকার একটি ইটের ভাটা ছরাটি ভরাট করে পাহাড়ে পানি চলাচল বাধাগ্রস্ত করছে। প্রভাবশালী ইট ভাটার মালিকরা ছরাটি অবৈধ ভাবে ভরাট করে ভাটার কাজে ব্যবহার করছে।

সরেজমিনে দেখা যায়, ইটের ভাটার শ্রমিকরা ভাঙ্গা ইট এবং মাটি ফেলে ছরাটি অবৈধ ভাবে দখল করে পানি চলাচল বাধাগ্রস্ত করছে। এতে কৃষি জমিগুলোতে চাষাবাদ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। ছরাটি চারিয়াবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ছরাটির ভরাট কাজ বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্থক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এএইচ