জীবন বাঁচিয়ে আজীবন মাছের মাথা খাওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১২:৫৫ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১২:১০

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার একটি অফিসের সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন লিউ শিং তিং। স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। খবর বিবিসির।

কিন্তু পথের মাঝে হঠাৎ দেখলেন একটি গাড়ি পাশের একটি লেকের মধ্যে পড়ে গেল। দেরি করলেন না লিউ। সঙ্গে সঙ্গে তিনিও নেমে পড়লেন পানিতে। একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করলেন।

নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এই খবর শুনে রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবন মাছের মাথা সরবরাহ করার ঘোষণা দেন।

‘তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করি’- স্থানীয় পত্রিকা হাংঝু ডেইলিকে বলছিলেন লিউ।

তিনি বলেন, ‘জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টা খুবই জরুরি ছিল।’

লিউয়ের ড্যাশক্যামের ভিডিও থেকে দেখা যায়, একটি পিকআপ ভ্যান ওভারটেকিং করার সময় পথ হারিয়ে রাস্তার পাশের কিয়ানডাও লেকে পড়ে যায় প্রাইভেটকারটি।

খবরে বলা হয়, লিউ গাড়ির আরোহীদের জানালা দিয়ে বের করে আনেন।

এই ঘটনার পরে কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপ তার জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :