প্লে স্টোরে ফিরে এলো ইউসি ব্রাউজার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১২:১০

গুগল প্লে স্টোর থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল মোবাইল ফোনের জনপ্রিয় ব্রাউজার ইউসি। গত বুধবার নতুন রূপে আবার প্লে স্টোরে ফিরে এলো এটি। তবে নতুন ভার্সনে এসেছে বেশ কিছু পরিবর্তন।

ইউসি বাউজারের মূল কোম্পানি ইউসি ওয়েব জানিয়েছে, গুগলের নতুন পলিসি অনুযায়ী অ্যাপটিকে পরিমার্জন করে প্রকাশ করা হয়েছে। এছাড়াও অ্যাপটির টেকনিক্যাল সেটিংসে পরির্তন আনা হয়েছে।

নতুন ভার্সন নিয়ে আলী বাবা মোবাইল বিজনেসের হেড ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান ইয়াং লি বলেন, ‘কারিগরি উন্নয়নের জন্য কিছু দিন প্লে স্টোরে ইউসি ব্রাউজার ছিল না। গ্রাহকরা এই সময় ইউসি মিনি ব্যবহার করার সুযোগ পেয়েছেন। গুগলের নতুন নীতিমালা মেনে নতুন ভার্সনে প্লে স্টোরে ইউসি ব্রাউজার এসেছে। এখন এটি ব্যবহারে চমৎকার ব্রাউজিং অভিজ্ঞতা মিলবে।’ পৃথিবীর বিভিন্ন দেশে মোবাইলে ইউসি ব্রাউজার জনপ্রিয়। এই ব্রাউজারটিকে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে, এতে সীমিত পরিমান ডাটা খরচ হয়।

প্রতিবেশি দেশ ভারতে ইউসি ব্রাউজারের ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। বাংলাদেশেও ইউসি ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা কয়েক লাখ।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা