বিশ্বের প্রথম স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:০১

প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা ‘হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ও বায়োটেক ট্রেড ফেয়ার-২০১৭’। আগামী ২৮ ও ২৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। হেলথ অ্যান্ড বায়ো সলিউশন (এইচ বি এস) ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এরোয়া রিসার্চ ইনকরপোরেশনের (ইউএসএ) যৌথ উদ্যোগে এই মেলা হচ্ছে। এটি বিশ্বের প্রথম স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এইচবিএসের সভাপতি ডা. নাসিম আহমেদ জানান এসব তথ্য।

নাসিম আহমেদ বলেন, ‘স্বাস্থ্য বিষয়ক এই বাণিজ্যমেলাটি বিশ্বে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি। মেলা চলবে দুই দিন। প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে মেলা।’

নাসিম বলেন, ‘বিশ্বের বেশিরভাগ উন্নত দেশ ও বিভিন্ন উন্নয়নশীল দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, হাসপাতাল, ক্লিনিক, বায়োটে কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টারসমূহের সমন্বয়ে এই মেলার আয়োজন করা হবে।’

এইচবিএসের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে যথেষ্ট উন্নতি ও সুবিধা থাকা সত্ত্বেও বহুসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই মেলার মাধ্যমে চিকিৎসক, রোগী, ওষুধ উৎপাদনকারী ও বায়োটেক কোম্পানির মধ্যে পারস্পরিক তথ্য, পণ্য বিপণন ও বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে উন্নতির প্রভাব ফেলা যাবে। এই শিল্পকে গতানুগতিক পর্যায়ে আনার জন্য বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পেশাদারদের জন্য প্রথমবারের মতো এই মেলার আয়োজন।’

নাসিম আহমেদ বলেন, ‘এই দুই দিনে বর্তমানে দেশের স্বাস্থ্যব্যবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরা হবে। বিশ্বের অন্যান্য দেশের প্রযুক্তির সাথে দেশীয় প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। একই সাথে বাংলাদেশিদের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবা সম্পর্কিত সচেতনতা তৈরির চেষ্টাও করা হবে।’

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :