আগামী বছরই জাতীয় নির্বাচনে যাচ্ছে হামাস-ফাত্তাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:৩৩ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:৩০

২০১৮ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সম্মত হয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। নির্বাচন অনুষ্ঠান ও জাতীয় সংহতির বিষয়ে কায়রোয় দুই দিনব্যাপী বৈঠকের পর গতকাল বুধবার এক বিবৃতির মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা দেয়া হয়েছে।

চলতি বছরের অক্টোবর মাসে মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিনির প্রধান দুই রাজনৈতিক শক্তি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। তার আওতায় ফিলিস্তিনে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফিলিস্তিনে ২০০৬ সালে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ নির্বাচন হয়েছিল এবং সে নির্বাচনে হামাস বিপুল বিজয় অর্জন করেছিল। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপে কিছুদিনের মধ্যে সে সরকার ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্য ফিলিস্তিনের নির্বাচন কমিশন অনুরোধ জনিয়েছে। এছাড়া, সব পক্ষের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের একটি তারিখ ঘোষণার জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১২ অক্টোবর কায়রোয় হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে জাতীয় সংহতির বিষয়ে সই হওয়া চুক্তির বাস্তায়ন প্রক্রিয়া সরেজমিনে দেখার জন্য মিশরের একটি গোয়েন্দা দল শিগগিরি গাজা উপত্যকা ঘুরে দেখবে।

মিশরের মধ্যস্থতায় সই হওয়া ১২ অক্টোবরের চুক্তিতে গাজার বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কাছে ছাড়তে রাজি হয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে গাজার বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণ পূর্ণভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেয়ার কথা। তবে সামরিক শাখার নিয়ন্ত্রণ হামাসের হাতেই থাকবে। চুক্তি অনুসারে মিশর সীমান্তে রাফাহ ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণও ছেড়ে দিয়েছে হামাস।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :