বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে ময়মনসিংহে ২৫ নভেম্বর শুভাযাত্রা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’-র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে ময়মনসিংহে ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বৃহস্পতিবার ঢাকাটাইমসকে জানান, ওই দিন শনিবার সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আনন্দ শোভাযাত্রার জন্য জমায়েত। ১০টায় আনন্দ শোভাযাত্রা শুরু। আনন্দ শোভাযাত্রা সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হবে।

উল্লেখ্য, কৃষ্ণচূড়া চত্বরে আনন্দ শোভাযাত্রা সমাপনান্তে সংক্ষিপ্ত আলোচনা সভা হবে। বিকাল ৩টায় টাউন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টায় চলচ্চিত্র প্রদর্শন (ওরা এগারো জন), স্থান- জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ। আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করার জন্য সকল পর্যায়ের জনগণের অংশগ্রহণ এবং সহায়তা কামনা করেন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :