প্রথমদিন ভালোই কাটল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:৫৫ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:৫৩

শুরু হয়েছে অ্যাশেজ উত্তাপ। ব্রিসবেনে প্রথমদিন ভালোই কেটেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথমদিন শেষে ইংলিশদের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৯৬ রান। বৃষ্টির কারণে আজ খেলা অনুষ্ঠিত হয়েছে ৮০.৩ ওভার। বৃহস্পতিবার হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই ইংলিশ ব্যাটসম্যান।

ওপেনার মার্ক স্টোনম্যান ৫৩ রান করেন। ৮৩ রান করেন জেমস ভিন্স। দিন শেষে ডাউইড মালান ২৮ রান করে ও মঈন আলী ১৩ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ২টি ও মিচেল স্টার্ক ১টি করে উইকেট নেন।

আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। মিচেল স্টার্কের বলে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন অ্যালেস্টার কুক। দলীয় ১২৭ রানে পিটার হ্যান্ডসকম্বের বলে বোল্ড হন মার্ক স্টোনম্যান। দলীয় ১৪৫ রানে রান আউট হন জেমস ভিন্স। দিনের শেষ উইকেটটি পড়ে দলীয় ১৬৩ রানে। প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হন জো রুট।

সংক্ষিপ্ত স্কোর

প্রথমদিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ: ১৯৬/৪ (৮০.৩ ওভার)

(অ্যালেস্টার কুক ২, মার্ক স্টোনম্যান ৫৩, জেমস ভিন্স ৮৩, জো রুট ১৫, ডাউইড মালান ২৮*, মঈন আলী ১৩*; মিচেল স্টার্ক ১/৪৫, জস হাজলেউড ০/৫১, প্যাট কামিন্স ২/৫৯, নাথান লায়ন ০/৪০)।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :