জিয়ার ছোট ভাই কামাল আর নেই

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ১৭:০৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ২০:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত জীবনে চিরকুমার আহমেদ কামাল পর্যটন করপোরেশনের সাবেক  মহাব্যবস্থাপক ছিলেন।

আহমেদ কামাল রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসায় একাকী জীবনযাপন করতেন। ব্যাচেলর জীবনকেই স্বাচ্ছন্দ্যময় মনে করতেন তিনি। এস ইসলাম ডন নামে একজন দুঃসম্পর্কের আত্মীয় তার খোঁজখবর রাখতেন। সবাই তাকে আহমদ কামালের ভাতিজা বলে জানেন।

আহমেদ কামাল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে ভুগছিলেন। ২০১৫ সালের জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বারডেমে নেয়া হয়।

এর কিছুদিন পর হাসপাতালে বসে গণমাধ্যমে বিএনপিকে নিয়ে দেয়া বক্তব্যে বেশ তোলপাড় সৃষ্টি হয়। ২০১৫ সালের নভেম্বরে জিয়াউর রহমানসহ পরিবারের মৃত সদস্যদের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি মিলাদ মাহফিলের আয়োজন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাজনীতিতে আসছেন। তবে শেষ পর্যন্ত তিনি আর রাজনীতিতে আসেননি।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/বিইউ/জেবি)