সুইডেন যুবলীগের আহ্বায়ক কমিটি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৮:৩১

বাংলদেশ আওয়ামী যুবলীগ সুইডেন শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ। ১৭ নভেম্বর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনর রাশিদ নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক যুবায়দুল হক সবুজের কাছে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি হস্তান্তর করেন।

এই সময় অন্যান্যের মধ্যে ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম শাহীন, শেফালী আক্তার, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ আরো অনেক কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

প্রবাসে বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্য ও ভূমিকা কি এই প্রশ্নের জবাবে নবগঠিত কমিটির আহ্বায়ক যুবায়দুল হক সবুজ বলেন, প্রিয় সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নির্দেশে প্রবাসে জননেত্রী শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন ও শান্তির দর্শন প্রতিষ্ঠা করা, প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও জাতির পিতা সম্পর্কে সঠিক ইতিহাস তুলে ধরা, প্রবাসী যুবকদের সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করা, বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখা, প্রবাসে মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশি যুবকদের সংশ্লিষ্ট করা, বিএনপি-জামায়াতের মিথ্যা প্রোপাকান্ডের প্রতিবাদ করা, শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও নৌকার পক্ষে জনমত সৃষ্টি করা, জাতীয় ও দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা, প্রবাসীদের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, বৈধ পথে রেমিটেন্স পাঠানো ও উন্নত ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখাই আমাদের রাজনীতির উদ্দেশ্য।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :