ঠাকুরগাঁও পুলিশ সুপারের মানবিক উদ্যোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ২০:০৭

অন্যের দোকান বা বাড়িতে কাজ করতে গিয়ে যেন ধর্ষণের শিকার হতে না হয় সেজন্য এক ধষিৃত কিশোরীর পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস্ সভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে একটি সেলাই মেশিন তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোশফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আবু লাইস ইলিয়াস জিকু, প্রবেশনার এএসপি অনিতা রানী, ডোমিনো স্কুলের কান্ট্রি এডভাইজার ফরহাদ উল কবির প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকার এক কিশোরী হোটেলশ্রমিক কয়েকজন বখাটের দ্বারা গণধর্ষণের স্বীকার হয়। পরে পুলিশ সুপার ফারহাত আহমেদ ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে নির্যাতনের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :