কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের সনদ বিতরণ

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ২০:৫৪

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্প্রতিবার বিকেলে জেলা শহরের আলোরমেলাস্থ ডা. আলেকুন্নেছা যুব নারী সংস্থার কার্যালয়ে এসব সনদপত্র বিতরণ করা হয়।

সংস্থার সভাপতি মির্জা মাহবুবা বেগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ শাহাদাৎ হোসেন। প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা কবি মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা।
আলোচক ছিলেন কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শফিক কবীর, ভোরের আলো সাহিত্য আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন। সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার মো. শহীদুজ্জামানের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা জেম বেগ, প্রশিক্ষণার্থী সালমা আক্তার, সুবর্ণা নাসরিন প্রমুখ। পরে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে অতিথিরা সনদ বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)