গাইবান্ধায় বাস পোড়ানোর মামলায় ৭৬ জনের নামে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ২১:২০

গাইবান্ধা সদর তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে নারী ও শিশুসহ আটজন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার মামলায় ৭৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুসহ ৭৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে বিএনপি জোটের অবরোধ চলাকালে গাইবান্ধা থেকে ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি বাস সদর উপজেলার তুলসীঘাট বুড়িঘর এলাকায় পৌঁছুলে সন্ত্রাসীরা তাতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে শিশু ও নারীসহ আটজন মারা যায়। অগ্নিদগ্ধ হয় আরও ৩৯ জন নারী-পুরুষ। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। পরে ২০১৬ সালের ২৫ মার্চ ৭৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান। একজন আসামি মারা যাওয়ায় ৭৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জ গঠন করা হয়।

আগামী জানুয়ারি থেকে মামলার বিচার কাজ শুরু হবে বলে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি জানান।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :