বাকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ২২:৩০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ২২:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এক বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের ২১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

২১১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে ৩৮ জন, যুগ্ম সম্পাদক পদে ৯ জন, সাংগাঠনিক সম্পাদক পদে ৯ জনের নাম ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি পাওয়ার পর বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল তার প্রতিক্রিয়া জানিয়ে ঢাকাটাইমসকে বলেন, তারা একটি তারুণ্যনির্ভর কমিটির প্রতি জোর দিয়েছিলেন। সেটা তারা পেয়েছেন।

এখন ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় তরুণ প্রজন্মকে জাগ্রত করতে’ তারা কাজ করবেন। তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের চিত্র আপামর জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্য সামনে রেখে আমাদের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন।’

২০১৬ সালের ১৭ নভেম্বর সবুজ কাজীকে সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদি ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এনআই/মোআ)