খুলনায় বাস উল্টে ২০ শিক্ষক আহত

ব্যুরো প্রধান, খুলনা
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ০৯:৩৯

খুলনায় সড়ক দুর্ঘটনায় সরকা‌রি ক‌লে‌জের ২০ জ‌নের ম‌তো শিক্ষক আহত হ‌য়ে‌ছেন। ত‌বে তা‌দের ম‌ধ্যে চারজ‌নের অবস্থা আশঙ্কা ব‌লে চি‌কিৎসকরা দা‌বি ক‌রে‌ছেন।

বৃহস্পতিবার গভীর রাতে খুলনার রূপসা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নগরীর এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আহতরা হ‌লেন- খুলনা বিএল ক‌লে‌জের সহকারী অধ্যাপক সেবানন্দ চক্রবর্তী, শংকর কুমার ম‌ল্লিক, মো. এনামুল হক, জিএম হা‌বিবুর রহমান, জা‌কির হো‌সেন, মামুনুর রহমান, প্রভাষক আতিকুজ্জামান, তালা ক‌লে‌জের সহকারী অধ্যাপক আ. ক‌রিম, য‌শোর সি‌টি ক‌লে‌জের সহকারী অধ্যাপক কেএম রাব্বানী, য‌শোর‌ বো‌র্ডের স‌চিব মোল্লা আমির‌ হো‌সেন। এছাড়া আহত আরো ১০ জন‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা‌ দেয়া হ‌য়ে‌ছে।

শিক্ষকরা জানান, শুক্রবার ঢাকায় মহাসমা‌বে‌শে যোগদা‌নের জন্য বৃহস্প‌তিবার রাত সোয়া ১১টার দি‌কে খুলনা বিভা‌গের সকল সরকা‌রি ক‌লেজের ‌শিক্ষকবৃন্দ দু‌টি বাস যো‌গে ঢাকার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হই। দু‌টি বা‌সে মোট ৮০ জন শিক্ষক ছি‌লেন। রূপসা ব্রি‌জের কা‌ছে গে‌লে এক‌টি বাস উ‌ল্টে এ দুর্ঘটনা ঘ‌টে। প‌রে স্থানীয় লোকজন আহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যান।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :