ময়মনসিংহে এক সঙ্গে তিন সন্তান প্রসব করলেন গৃহবধূ

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ১০:৩০

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

এক সঙ্গে তিন সন্তান প্রসব করলেন ময়মনসিংহের ফুলপুরের পয়ারি ইউনিয়নের কাহনিয়া গ্রামের বাসিন্দা আকলিমা খাতুন। বৃহস্পতিবার রাতে ফুলপুরের একটি প্রাইভেট হাসপাতালে ২৫ বছর বয়সী আকলিমা এক সঙ্গে তিনটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিশুদের ওজন ১ কিলো ৬০০ গ্রাম থেকে ২ কিলোগ্রামের মধ্যে। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। বাড়তি খেয়াল রাখা হচ্ছে।

আকলিমার স্বামী মো. সামিরুল ইসলাম একজন ইন্ডিয়ান। বর্তমানে ওমান প্রবাসী। আকলিমা খাতুন দুই বছর আগে কাজের উদ্দেশ্যে ওমান যান। সেখানে সামিরুলের সাথে তার বিয়ে হয়। আকলিমা গর্ভবতী হওয়ার পর সন্তান প্রসবের জন্য পিত্রালয় অর্থাৎ বাংলাদেশে আসেন।

আকলিমা বলেন, এখন আমাদের পুরো বাড়িটাই বাচ্চাদের হুড়োহুড়িতে খুব জমে যাবে।

চিকিৎসকরা জানান, শুক্রাণু ও ডিম্বানু মিলনের পর কোনভাবে তিনটি ভাগে ভেঙে যাওয়ায় এক সঙ্গে তিনটি সন্তান হতে পারে। অন্য কারণেও ওই সম্ভাবনা থাকে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমডি/এলএ)