পিরোজপুরে খালে বিষ ঢেলে মাছ শিকার

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১০:৩৪

পিরোজপুরের ইন্দুরকানীতে রাতে খালে বিষ ঢেলে দিয়ে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর ছোরের খালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে কোন এক সময় মাছ শিকারের উদ্দেশ্যে ছোরের খালে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। বিষ ঢেলে দেয়ার পর ভাটির টানে খালের পানি কমে গেলে রাত ৯টার দিকে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে মাছ শিকার। স্থানীয় ডাক দিয়ে যাই এনজিও অফিস থেকে ছোরের খালের স্লুইচ গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে খালে মাছ ধরতে নামে দু’পাড়ের বাসিন্দারা। বিষ ঢেলে দেয়ায় বিভিন্ন প্রজাতির পোনা মাছ এবং চিংড়ি মাছ ভেসে ওঠে। এতে মারা পড়ে লাখ লাখ রেণু পোনাও।

ওই গ্রামের বাসিন্দা বাবু জানান, দুর্বৃত্তরা রাতে খালে বিষ দেয়ার পর বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে। পরে স্থানীয় শত শত বাসিন্দাও রাতে শীত উপেক্ষা করে মাছ ধরতে নামে খালে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, খালে রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়ে মাছ শিকার করেছে বলে তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পরেছেন। তবে শীত মৌসুম আসলে প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। শুধু এখানেই নয়, উপজেলার বিভিন্ন খালে শীত মৌসুমে রাতে বিষ ঢেলে মাছ শিকার করে একাধিক সংঘবদ্ধ চক্র। অনেক সময় জনতার হাতে ধরা পড়ায় এদের জেল জরিমানা হলেও থামছে না এ পন্থায় মাছ শিকার করার কার্যক্রম।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :