ঢাবিতে বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১১:৪৯ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১১:০৬
ফাইল ছবি

প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ অনেকে অংশ নেন।

এখন মরদেহ নেয়া হচ্ছে বারী সিদ্দিকীর কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে নেত্রকোনা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। সেখানে তৃতীয় জানাজার পর বাউলবাড়িতে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারী সিদ্দিকী। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী জানান, হাসপাতাল থেকে সকাল সাতটার দিকে রাজধানীর ধানমণ্ডির বাড়িতে তাঁর মরদেহ নেওয়া হয়। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়া হয়।

গত ১৭ নভেম্বর শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে প্রখ্যাত এই সঙ্গীতশিল্পীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে এর আগে থেকেই তিনি কিডনি রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাব্বির সিদ্দিকী।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে তিনটি গান গেয়ে আলোচনায় আসেন বারী সিদ্দিকী। এছাড়া ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘মানুষ ধরো মানুষ ভজো, ‘পূবালি বাতাসে’ ‘শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’ তার গাওয়া এসব গান অনেক জনপ্রিয়।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :