বরিশালে নবান্ন উৎসব অনুষ্ঠিত

ব্যু‌রো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১৪:০৭

বরিশাল নগরীতে অনুষ্ঠিত হল বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসব। বিভাগীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরের উদ্যোগে নানা আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় নতুন বাজার অমৃতাঙ্গনে।

সকাল সাড়ে ১০টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নারীরা বিভিন্ন আয়োজনে প্রথমেই ভূমিকে প্রণতি জানান। বেলা ১১টায় নতুন ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন সাদামনের মানুষ বিজয় কৃষ্ণ দে। এরপর নবান্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে নগরীতে এক শোভাযাত্রা বের করা হয়। নগরী প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা আবার অমৃতাঙ্গনে এসে মিলিত হয় আলোচনা সভায়। বিষয়ভিত্তিক সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় মতুয়া মন্দিরের উপদেষ্টা রবীন্দ্র নাথ অধিকারী।

আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ বিমল চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মতুয়ারত্ন প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, মন্দিরের সিনিয়র সহ-সভাপতি বিপুল প্রিয় সিকদার প্রমুখ।

শেষে সকলের মাঝে নবান্ন ভোগ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :