ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে দুই দিনব্যাপী উৎসব কাল

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ১৬:১৭

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন দুই দিনব্যাপী আনন্দ উৎসব উদযাপন করবে।

জানা গেছে, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আম্রকুঞ্জে শনিবার অনুষ্ঠান শুরু হবে।

আগরতলা শহরের কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সবাইকে শোনানো হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক গান, কবিতা আবৃত্তি করবেন শিল্পীরা।

পরদিন (২৬ নভেম্বর, রোববার) সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে বাউল উৎসব। ওই উৎসবে বাংলাদেশের কুষ্টিয়া, সিলেট ও সুনামগঞ্জের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। 

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মুহাম্মদ সাখাওয়াত হোসেন ঢাকাটাইমসকে জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাসে ত্রিপুরা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার জনগণের আত্মার সম্পর্ক রয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)