এবার কৃষকদের সঙ্গে ধান কেটে মাড়াই করলেন সাংসদ জগলুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:১৫

কৃষকদের উৎসাহিত করতে এবার নিজ হাতে ধান কেটে মাড়াই করলেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

শুক্রবার শ্যামনগর সদরের কাশিপুর মুণ্ডাপাড়া থেকে ফেরার পথে খ্যাগড়াদানা গ্রামে নবান্নের ধান ঘরে তোলার জন্য কৃষক জমিতে পাকা ধান কাটছেন এবং ক্ষেতে ধান মাড়াই করছেন। এমন দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিক গাড়ি থামিয়ে জমিতে নেমে পড়েন এবং কৃষকদের সাথে ধান কাটেন।

কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের উৎসাহিত করতে নিজ হাতে পাকা ধান কেটে মাড়াই করেন। এসময় কৃষকদের উদ্দেশ্যে জগলুল হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী সময়মত উন্নতমানের বীজ, সার, কীটনাশকের ব্যবস্থা করেছেন। আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’

শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রমজানে গরিব মানুষের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করার পাশাপশি রাস্তার পাগলকে নিজের জন্য কেনা ঈদের পাঞ্জাবি পরিয়ে দিয়ে এর আগে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এমপি জগলুল। এমন কাজ করায় বেশ কিছুদিন তিনি সংবাদের শিরোনামও হন। মানব সেবায় অবদানের জন্য এই সাংসদ ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধী স্বর্ণপদকও লাভ করেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :