শামীম ওসমানদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই হয়েছে: মেনন

না.গঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:২৪

নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত আওয়ামী লীগ নেতা ও সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই হলেও মানুষকে জাগানোর কাজটি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠে ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

‘সামজিক ন্যায্যতা সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোল’ এ প্রতিপাদ্য নিয়ে কর্মিসভাটি অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচনে কোন দলের সরকার বেছে নেয়া দরকার এ ব্যাপারে নিজের মত তুলে ধরেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, ‘আমরা কি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িক রাজনীতির ধারায় ফিরে যাব নাকি উন্নতি সমৃদ্ধির দিকে যাব সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তবে আমি বলব মন্দের ভালো হিসেবে আমরা বর্তমান সরকারের আওয়ামী লীগকেই বেছে নেব।’

তার এই বক্তব্যে নারায়ণগঞ্জের মানুষ লাফ দিয়ে উঠবে- এমন মন্তব্য করে মেনন বলেন, ‘কারণ নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমানরা রয়েছেন। তাদের কারণে গার্মেন্ট শ্রমিকদের মজুরি নিয়ে কী হয়েছে সেটা আমরা জানি। আমার দৃষ্টিতে নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে যে লড়াই সেটা বুদ্ধিভিত্তিক লড়াই হয়েছে; কিন্তু সাধারণ মানুষকে জাগ্রত করা, সেটা হয়নি।’

নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর তাগিদ নেতাকর্মীদের উদ্দেশে মেনন বলেন, ‘তাহলে দেখবেন শামীম ওসমান কেন অন্য কোনো নেতা এলেও কিছু করতে পারবে না।’

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাসহ সবার বেতন বাড়লেও গত তিন বছরে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বাড়েনি। দেশে ট্রেড ইউনিয়ন ঠিকমতো বাস্তবায়ন হয় না। গার্মেন্ট শ্রমিক নেতারা তো এখন মালিকদের অনুগ্রহের মধ্যেই রয়েছেন। সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। তাই আমাদের নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।’

মন্ত্রী তার বক্তব্যে দেশে গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বে কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছে বর্তমান সরকার বারবার দরকার। আর বেগম জিয়া বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বলছি আজকে গণতান্ত্রিক যাত্রা ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া দেশ উন্নতির শিখরে পৌঁছলেও লাভ নেই।’

জঙ্গিবাদের কারণে দেশে এখন বিদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গেছে বলে জানান মেনন। পর্যটনমন্ত্রী বলেন, ‘আমাদের টার্গেট ছিল দেশে প্রতিবছর ১০ লাখ পর্যটককে নিয়ে আসা। কিন্তু দেশে একের পর এক ব্লগার হত্যা, বিদেশি হত্যার পরে হলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশি হত্যার কারণে বাংলাদেশে পর্যটক আসা বন্ধ হয়ে গেল। আইএসের কারণে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। আমি জানি আগামী বছর অনেক তোলপাড় হবে।’

ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতি ও সেক্রেটারি হিমাংশু সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতা জাকির হোসেন, মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরউজ্জামান কনক ও সেক্রেটারি নূরে আলম বিপ্লব প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :