চার রানে আফিফের দুই উইকেট

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রাজশাহী কিংসের হয়ে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। এবার তিনি খেলছেন খুলনা টাইটান্সের হয়ে। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুই ওভার বল করে চার রান দিয়ে তিনি নিয়েছেন দুইটি উইকেট। তাছাড়া ব্যাটিংয়ে নেমে সাত বল খেলে নয় রান করেন তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনকে বোলিংয়ে আমন্ত্রণ জানান মাহমুদউল্লাহ রিয়াদ। ওভারের দ্বিতীয় বলে আরিফুল হকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন ম্যাককলামকে ফিরিয়ে দেন তিনি। চার বল খেলে দুই রান করেন ম্যাককলাম।

এরপর আবার অষ্টম ওভারে বোলিংয়ে আসেন আফিফ হোসেন। এই ওভারে ফজলে মাহমুদকে বোল্ড করে তিনি। ফজলে মাহমুদ দশ বল খেলে ছয় রান করেন।

এই ম্যাচে রংপুর রাইডার্সকে নয় রানে হারিয়েছে খুলনা টাইটান্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে খুলনা। পরে রংপুর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৯ রান করে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এসইউএল)