মিশরে মসজিদে জঙ্গি হামলায় নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২০:০৮ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৫৮

মিশরে জুমআর নামাজের সময় মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় ১৫৫ জন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মুসল্লি। শুক্রবার দেশটির উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমআর নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এসময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ১৫৫জন নিহত হয়। আহত হয় আরও ৮০ জন মুসল্লি।

এই প্রদেশে ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ দিন ধরে মিশর যুদ্ধ করে আসছে। ২০১৩ সাল থেকে এই যুদ্ধ আরও তীব্র হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, চার পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর গুলি চালায় এবং বোমা হামলা করে।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। যারা ওই মসজিদে নামাজ পড়ছিল।

ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা বাহিনীর কর্মকমর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :