নেত্রকোণায় বারী সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ১৯:০০

নেত্রকোণায় প্রখ্যাত লোক সংগীতশিল্পী বারী সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা সরকারি কলেজ মাঠে জানাজা হয়।

জানাজা শুরুর আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে ছেলে সাব্বির সিদ্দিকী বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চান। এর পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম উকিল বক্তব্যে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দেশ বরেণ্য এই শিল্পীর প্রতি।

হাজারো মানুষের অংশ গ্রহণে জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মুশফিকুর রহমান, নেত্রকোণা জেলা চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন খান, জেলা উদীচী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠিসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

পরে মরদেহ নিয়ে যাওযা হয় সদর উপজেলার রৌহা ইউনিয়নের কারলি গ্রামের নিজের গড়া বাউলবাড়িতে।

বাউলবাড়ি প্রাঙ্গণে সন্ধ্যা ৬টায় জানাজা হয়। শেষে ওই বাড়িতে তাকে সমাহিত করা হয়।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :