৪৫ বলে ৯৫ সিকান্দার, চিটাগং ২১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২২:৪০ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ২০:৫২

সিকান্দার রাজার বিধ্বংসী ইনিংসে সিলেট সিক্সার্সের বিপক্ষে রানের পাহাড় গড়ে তুলেছে চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে দলটি। এবারের আসরে এখন পর্যন্ত এটি দলীয় সেরা সংগ্রহ। গত ৭ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ২০৫ রান সংগ্রহ করেছিল সিলেট সিক্সার্স।

চিটাগং ভাইকিংসের হয়ে আজ ৪৫ বল খেলে ৯৫ রান করেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। এই রান করার পথে নয়টি চার ও ছয়টি ছক্কা হাঁকান তিনি। এবারের আসরে এখন পর্যন্ত এটি ব্যক্তিগত সেরা ইনিংস। গত ৮ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ৭৮ রান করেছিলেন লুকে রঞ্চি।

সিকান্দার রাজা ছাড়াও লুকে রঞ্চি এবং স্টিয়ান ভ্যান জিল আজ দারুণ ইনিংস খেলেছেন। ২৫ বল খেলে ৪১ রান করেন লুকে রঞ্চি। আর স্টিয়ান ভ্যান জিল ২৬ বল খেলে ৪০ রান করেন। সিলেট সিক্সার্সের পক্ষে কামরুল ইসলাম রাব্বী ২টি, আবুল হাসান ১টি, টিম ব্রেসনান ১টি ও নাসির হোসেন ১টি করে উইকেট নেন।

চিটাগং ভাইকিংস ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায়। নাসির হোসেনের বলে স্ট্যাম্পিং হন সৌম্য সরকার। দলীয় ৩৬ রানে টিম ব্রেসনানের বলে দানুশকা গুনাথিলাকার হাতে ক্যাচ হন এনামুল হক বিজয়।

দলীয় ৬৫ রানে আবুল হাসানের বলে টিম ব্রেসনানের হাতে ধরা পড়েন লুকে রঞ্চি। ২৫ বল খেলে ৪১ রান করেন তিনি। এরপর ভালো একটি পার্টনারশিপ গড়েন স্টিয়ান ভ্যান জিল ও সিকান্দার রাজা। দলের রান যখন ১৩৮ তখন কামরুল ইসলাম রাব্বীর বলে নাসির হোসেনের হাতে ক্যাচ হন স্টিয়ান ভ্যান জিল। ২৬ বল খেলে ৪০ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বীর বলে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ হন সিকান্দার রাজা।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস ইনিংস: ২১১/৫ (২০ ওভার)

(লুকে রঞ্চি ৪১, সৌম্য সরকার ১, এনামুল হক বিজয় ৩, স্টিয়ান ভ্যান জিল ৪০, সিকান্দার রাজা ৯৫, নাজিবুল্লাহ জাদরান ১৯*, লুইস রিসি ৪*; গুলাম মুদাচ্ছের ০/৩১, নাসির হোসেন ১/৩৪, তাইজুল ইসলাম ০/৩০, টিম ব্রেসনান ১/৩৮, আবুল হাসান ১/৪২, কামরুল ইসলাম রাব্বী ২/৩৫)।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :