লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ২৩:০২

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন এলাকা সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুমন নামে এক ‘বখাটে’ যুবককে এক বছর কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় এ আদেশ দেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী।

এর আগে শুক্রবার বিকেলে তাকে আটক করে সন্ধ্যায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সাপাপ্রাপ্ত বখাটে সুমন চরমার্টিন এলাকার ইউসুফের ছেলে।

ওই ছাত্রীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল সুমন। শুক্রবার বিকেলে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ির দিকে যাচ্ছিল ওই ছাত্রী। চরমার্টিন এলাকায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বখাটে সুমনকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এর আগে ওই ছাত্রীর পরিবার এ ঘটনায় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/ ইএস)