বরিশালে ৫০ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ২৩:১৮

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এসব জব্দ করা হয়। পাশাপাশি আটক করা হয়েছে ওই কারেন্ট জাল বহনকারী একটি ট্রলার। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার এম জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৫৫ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এতে আনুমানিক ৩৫ লাখ মিটার কারেন্ট জাল রয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/ ইএস)