নৌকায় ভোট চাইতে নির্বাচনী এলাকায় তারানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ০০:০৫ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ০০:০৩

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার নৌকা প্রতীকে ভোট চাইলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আ্যাড. তারানা হালিম এমপি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি তিনি আহবান জানান।

শুক্রবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন ও ভারড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি এ আহবান জানান।

এ সময় টাঙ্গাইল পৌর মেয়র ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আ.লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে অ্যাড. তারানা হালিম আরো বলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইব, যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আবারো আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আমি যদি মনোনয়ন বঞ্চিত হই তবুও আমি আপনাদের পাশে থাকব ইনশা আল্লাহ।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/আরকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :