চকলেট খেতে ভালো লাগে মেসির

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৭, ১১:১৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৭, ১১:২১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগেই নিশ্চিত ছিল ইউরোপিয়ান ফুটবলের এবারের ‘গোল্ডেন বুট’ পাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজের চতুর্থ গোল্ডেন বুট হাতে পেলেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। পর্তুগালের বাস দোস্তকে হারিয়ে এই পদক লুফে নিয়েছেন লিওনেল মেসি।

নিজের চতুর্থ গোল্ডেন শু জয়ের রাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র সঙ্গে কথা বলেছেন কিং লিও। চ্যাম্পিয়নস লিগ, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আর দলের নানা দিকের মাঝে এক সাংবাদিকের প্রশ্ন, আপনি অবশ্যই নিয়ম মেনে খাবার খান। তবে এমন কোনো জিনিস আছে যেটা আপনি খুব মিস করেন?

উত্তরে লিওনেল বলেন, ‘হ্যাঁ, চকলেট! এটা খুবই আমার পছন্দের একটা জিনিস। ছোটবেলায় প্রচুর খেতাম। এখনও খাই। চকলেট খেতে আমার বেশ ভালো লাগে।’

এদিকে একই সাক্ষাৎকারে এ বছর চ্যাম্পিয়নস লিগের ফেভারিট হিসেবে পিএসজি এবং ম্যানচেস্টার সিটিকে বাছলেন মেসি। ‘এই সময় সিটি এবং পিএসজি খুবই শক্তিশালী দল। বায়ার্ন মিউনিখও কম নয়। তবে আমার মতে পিএসজি-সিটি বেস্ট। রিয়ালের কথা ভুললেও চলবে না। কারণ দিন শেষে তারা সব কিছুর জন্যই লড়ে।’

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেইউএম)