স্যামি ঝড়ে রাজশাহীর ১৮৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:১৪ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ১৪:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসে ১৮৬ রানের টার্গেট দিল রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন স্যামি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছে রাজশাহীর। দুই ওপেনার ডোয়াইন স্মিথ আর মমিনুল মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৪৩ রান। ব্যক্তিগত ১৯ রান করে স্মিথ আর ২৩ রানের মাথায় মুমিনুল ফিরে গেলে খানিকটা চাপে পড়ে রাজশাহী। তবে একপাশ ঠিকই আগলে রাখেন লুক রাইট।

নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকিয়ে দলকে উপহার দেন ৪২ রান। ৪টি চারের সাহায্যে ৩৬ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন রাইট। শেষদিকে ড্যারেন স্যামির ঝড়ো ইনিংসে বড়সড় সংগ্রহই পায় রাজশাহী। ১৪ বলে ৬ ছয় আর ১ চারে ৪৭ রানের উড়ন্ত ইনিংস খেলেছেন স্যামি।

কুমিল্লার হয়ে বল হাতে ৩টি উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন। ২টি উইকেট ঝুলিতে পুরেছেন হাসান আলী। খালি হাতে ফেরেননি আল আমিন হোসেনও।

একদিন আগে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে খুলনা টাইটানস। ফলে এক থেকে দুইয়ে নামতে হলো তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। কুমিল্লার পয়েন্ট এখন ৬ ম্যাচে ১০। আজ রাজশাহীকে হারাতে পারলে আবারও টেবিলের শীর্ষে ফিরবে কুমিল্লা। তবে কুমিল্লা হারলে উন্নতি হবে রাজশাহী কিংসের।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী কিংস: ২০ ওভারে ১৮৫/৭ (ডোয়াইন স্মিথ ১৯, মুমিনুল হক ২৩, লুক রাইট ৪২, মুশফিকুর রহিম ৮, জাকির হাসান ২০, ড্যারেন স্যামি ৪৭*, জেমস ফ্রাঙ্কলিন ১৪, মেহেদী হাসান মিরাজ ০, মোহাম্মদ সামি ৫*; আল-আমিন ১/৩২, হাসান আলী ২/৩৮, সাইফুদ্দিন ৩/৫০)।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :