আইফোন নয় মার্কিনদের পছন্দ গ্যালাক্সি ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৫৫

ছুটির মৌসুম আসছে যুক্তরাষ্ট্রে। তাই চলছে গিফট কেনার ধুম। সে দেশে অ্যাপলের পপুলারিটি খুব। গিফট হিসেবে আইফোন দেওয়াটা বেশ একটা ভাল ব্যাপার। কিন্তু দেওয়াটার বদলে বলা ভাল, দেওয়াটা ছিল ভাল ব্যাপার। কারণ এখন অ্যাপেলের বাজার খেয়ে নিচ্ছে স্যামসাং। অনেকেই গিফট হিসেবে পছন্দ করছেন, স্যামসাং গ্যালাক্সি এস ৮।

আইফোন ১০-এর থেকেও তার জনপ্রিয়তা বেশি। যদি আপনি ভেবে থাকেন, আইফোন টেনের বিশাল দামের জেরেই এই পছন্দের পরিবর্তন, তাহলে ভুল। আসলে হেডফোন জ্যাক বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো পপুলার ফিচার্সের জেরেই স্যামসাং গ্যালাক্সিতে ঝুঁকছেন অনেকে।

মার্কিনি সার্ভে সংস্থা প্রপেলার ইনসাইটস জানিয়েছে, গিফট হিসেবে অন্তত ৩৮ শতাংশ চাইছেন স্যামসাং গ্যালাক্সি এস ৮। মাত্র ২০ শতাংশ ভাবছেন তারা আইফোন টেন কিনবেন। আইফোন ৮-এর দামও খুব একটা কম নয়। তবে ২২ শতাংশ আবার চাইছেন এই ফোনটিও।

অল্পবয়সীদের মার্কিনীদের মধ্যে অ্যাপল বেশ জনপ্রিয়। ৩৫ শতাংশ টিনএজারদের মধ্যে সার্ভে করে দেখা গিয়েছে তারা গিফট হিসেবে চাইছে আইফোন ১০। তাদের মধ্যে অনেকে আবার আইফোন ৮ হলেও খুশি। ফলে সবমিলিয়ে ৭০ শতাংশ টিনএজাররা অ্যাপলের পক্ষে।

সেদিক থেকে অবশ্য অ্যাপলের নাখোশ হওয়ার কারণ নেই। আরও বলা যায়, মাত্র ২৮ শতাংশ টিন-এজার চাইছে স্যামসাং গ্যালাক্সি এস ৮।

জানা গেছে আইফোন টেন তৈরির আসল খরচ ৩০ হাজার টাকার মতো। অথচ ফোনের স্টার্টিং প্রাইস প্রায় তিনগুণ। বিশাল লাভ ঘরে তুলছে অ্যাপল। অনেক বাজারে আবার এর থেকেও দাম অনেক বেশি। আরেকটি চার্টে এটাও দেখা গেছে, আইফোন ৪এস বাজারে আসার পর ফোন তৈরির খরচও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। প্রায় দ্বিগুণ হয়েছে খরচ। সে কারণে দাম বেড়েছে পাঁচ গুণ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা