লন্ডনে দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৩৫

সেন্ট্রাল লন্ডনের অক্সফোড সার্কস ট্রেন স্ট্রেশনে আতঙ্ক সৃষ্টিকারী দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। শনিবার তাদের ছবি প্রকাশ করেছে বিবিসি।

শুক্রবার বিকালে হঠাৎ করেই সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম শপিং এলাকা অক্সফোর্ড স্ট্রিটে সন্ত্রাসী হামলার গুজব ছড়িয়ে পড়ে। একই সাথে অক্সফোর্ড সার্কস স্ট্রেশনে গুলি হয়েছে বলে স্যোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রচারিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সর্তকতা হিসেবে দ্রুত সেখানে অবস্থান নেয় এবং অক্সফোর্ড স্ট্রিটসহ পাশ্ববর্তী ট্রেন স্টেশন শপিংমল ও পাশ্ববর্তী রাস্তাগুলো বন্ধ করে দেয়।

স্যোশাল মিডিয়ায় আতংকিত মানুষের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে গুলির শব্দ হয়েছে বলে অনেকেই পোস্ট করেন। পুলিশ অবশ্য প্রথম থেকেই সন্ত্রাসী হামলা নয় বলে জানায়।

শনিবার তারা বলছে, সেখানে সন্ত্রাসী হামলা কিংবা গুলির কোন প্রমাণ পায়নি তারা। তবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তির সাথে তারা কথা বলতে চায়।

ওই দুই ব্যক্তি ঘটনার সময় স্টেশনে ছিল। আতঙ্কিত হয়ে এ সময় ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :