ময়মনসিংহে ফেসবুকে তারকারা

মনোনেশ দাস, ময়মনসিংহ
| আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৫৬ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৪৬

তারকাদের সাথে নিয়ে ময়মনসিংহের স্থানীয়রা ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট দিচ্ছেন। বাদ দিচ্ছেন না পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। তারকাদের সাথে নিয়ে মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে পাচ্ছেন অসংখ্য লাইক কমান্ডও।

শনিবার ময়মনসিংহের খাগডহরে আবাসিক হোটেল সিলভার ক্যাসেলে তারকাভক্তদের ভিড় দেখা গেছে।

জানা গেছে, আবারও শুরু হয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। আগেরবার এফডিসিতে শুটিং হলেও এবারই প্রথমবারের মতো ছবির শুটিং হচ্ছে ময়মনসিংহ সদরে। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।

বৃহস্পতিবার থেকে টানা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ছবির শুটিং, এমনটাই জানালেন পরিচালক।

উত্তম আকাশ বলেন, ‘আমরা ময়মনসিংহে ছবির শুটিং শুরু করেছি। আগামী ৩০ তারিখ পর্যন্ত টানা শুটিং করার কথা রয়েছে। এখানে আমরা সিক্যুয়েন্সের শুটিং করব। গল্পের প্রয়োজনে এমন লোকেশনে আমরা এসেছি। আমাদের এ পর্যায়ে শাকিব খান ও শবনম বুবলী কাজ করছেন। গত বুধবার তারা ময়মনসিংহ এসেছেন।’

ছবির নায়িকা বুবলী প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, ‘শবনম বুবলীর আগে চারটি ছবি মুক্তি পেয়েছে। আমার সব ছবি দেখা হয়নি, তবে গত ঈদের দুটি ছবি আমি দেখেছি, তার অভিনয়টা আমি বোঝার চেষ্টা করেছি। আমার এই ছবিতে তা প্রয়োগ করছি। সে আমার প্রত্যাশা পূরণ করতে পারছে। আসলে তার মাঝে যে চেষ্টাটি আমি দেখেছি, এমন চেষ্টা থাকলে যে কারো কাজে সাকসেস আসবে।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, ‘এই ছবিতে আমাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে হচ্ছে। যদিও আমি সেই এলাকার মেয়ে। কিন্তু ঢাকায় বড় হওয়ার কারণে সে এলাকার ভাষা আমার জানা নেই। তবে আমি বাসায় ভাষা প্র্যাকটিস করেছি। আমার কাছের কিছু আত্মীয় আমাকে সাহায্য করেছেন। চিত্রনাট্য নিয়ে চরিত্রের সঙ্গে নিজেকে মেশাতে চেষ্টা করেছি। আমি আসলে আমার মতো চেষ্টা করেছি। উত্তম আকাশ স্যার আমাকে অনেক সহযোগিতা করছেন।’

এই ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো জুটি বাঁধলেন শাকিব খান ও শবনম বুবলী।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :